1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২০.৭৮%
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২০.৭৮%

  • পোস্ট হয়েছে : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
des-lose

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২০.৭৮ শতাংশ। ডিএসইতে লেনদেন কমলেও বাজার মূলধনে ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮০০ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকার বা ২০.৭৮ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩০ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২২ দশমিক ০৯ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে ২ হাজার ২৩০ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৮১ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১১৯টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধনে বড় উত্থান হয়েছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার ২৩১ টাকা বা ১.৩৫ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকার। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬৭ হাজার ২৬৯ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা।

ইকনোমিক বিডি/এ এইচ

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ