1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
নগদ লভ্যাংশ নেবে না ৪৯ কোম্পানির উদ্যোক্তা/পরিচালক
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

নগদ লভ্যাংশ নেবে না ৪৯ কোম্পানির উদ্যোক্তা/পরিচালক

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

আগের অর্থবছরের ৪৬টি থেকে বেড়ে ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ৪৯ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ১ কোম্পানির পরিচালনা পর্ষদ সাধারন শেয়ারহোল্ডারদের থেকে কম হারে নগদ লভ্যাংশ নেবেন। অথচ কোম্পানিগুলোতে উদ্যোক্তা/পরিচালকদের বড় বিনিয়োগ রয়েছে। এমনকি অনেকগুলো কোম্পানির আর্থিক হিসাব অনুযায়ি পরিচালকদের নগদ লভ্যাংশ নেওয়ার সক্ষমতা রয়েছে।

সাধারন বিনিয়োগকারীদের জন্য উদ্যোক্তা/পরিচালকদের এই ছাড় দেওয়াকে ইতিবাচক বলছেন সাধারন বিনিয়োগকারীরা। তবে এর পেছনের প্রকৃত অর্থে কি কারন রয়েছে, তা প্রকাশ না করায় প্রশ্ন থেকে যায়। কারন হিসেবে তাদের দাবি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে উদ্যোক্তা/পরিচালকেরা এমনিতেই বিভিন্নভাবে সুবিধা নেন। তারা নিজেদের বাসার জন্য বাজার, কাজের বুয়ার বেতনসহ বিভিন্ন সুবিধা নিয়ে থাকেন। যে কারনে নগদ লভ্যাংশ ছাড় দিতে তাদের খুব একটা অসুবিধা হয় না। যারা একদিক দিয়ে ছাড় দিলেও অন্যদিক দিয়ে ঠিকই আদায় করে নেয়।

দেখা গেছে, গত ১ জুলাই থেকে ৫ নভেম্বর পর্যন্ত সময়ে লভ্যাংশ সংক্রান্ত সভা করা কোম্পানিগুলোর মধ্যে ৪৯টির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যে কোম্পানিগুলো থেকে ১৫৫ কোটি ৫৮ লাখ টাকার নগদ লভ্যাংশ বিতরন করা হবে। অথচ কোম্পানিগুলোর নিট মুনাফা হয়েছে ৫৫০ কোটি ৮৮ লাখ টাকা।

বর্তমানে নগদ লভ্যাংশ প্রদানের কড়াকড়ি থাকায় অনেক কোম্পানির জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম মুনাফা দেখিয়ে বোনাস দেওয়া সম্ভব হলেও নগদের ক্ষেত্রে তা হয় না। যা অনেকের জন্য সমস্যার কারন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে সব কোম্পানির জন্য নগদ লভ্যাংশ দেওয়া কঠিন হয়ে গেছে। যে কারনে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়া হচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বিজনেস আওয়ারকে বলেন, সক্ষমতা না থাকায় গত বছরের ন্যায় এবারও অনেক কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এটাও করত না, যদি নগদ লভ্যাংশ প্রদানে বাধ্যবাধকতা না থাকত। শুধুমাত্র বোনাস শেয়ার দিয়েই ক্যাটাগরি ধরে রাখার চেষ্টা করত।

দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ৪৯ কোম্পানির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৫ কোম্পানির পর্ষদ বোনাস শেয়ারও ঘোষণা করেছে। উদ্যোক্তা/পরিচালকেরা ওই ৪৯ কোম্পানির নগদ লভ্যাংশ না নিলেও সবাই বোনাস শেয়ার নেবেন।

পাঁচটি কোম্পানি থেকে ৩ কোটি ১৭ লাখ ৯ হাজার ১২২টি বোনাস শেয়ার দেওয়া হবে। এতে করে কোম্পানিগুলোর ৩১ কোটি ৭৯ লাখ ১ হাজার ২২০ টাকার পরিশোধিত মূলধন বাড়বে।

এ বিষয়ে জানতে চাইলে ডরিন পাওয়ারের সচিব মাসুদুর রহমান ভূইয়া বিজনেস আওয়ারকে বলেন, আমাদের উদ্যোক্তা/পরিচালকেরা বরাবরই শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তারা সাধারন শেয়ারহোল্ডারদেন দেন এবং নিজেদের অংশ কোম্পানির উন্নয়নে রেখে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কোম্পানির সচিব বিজনেস আওয়ারকে বলেন, অনেকে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। যে কারনে তারা অনেক সময় বাস্তব অবস্থার চেয়ে বেশি করে মুনাফা দেখায়। এর ফলে আর্থিক হিসাব অনুযায়ি সক্ষমতা থাকলেও বাস্তবে না থাকায় সবাইকে নগদ লভ্যাংশ দিতে পারে না। তখন শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের দেয়।

নিম্নে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)বোনাসের পরিমাণমুনাফার পরিমাণ (কোটি টাকায়)
মুন্নু অ্যাগ্রো১৫% নগদ০.২৬ ০.৪৩
সী পার্ল১৫% নগদ৯.৬৩ ১৬.১৮
আলিফ ইন্ডাস্ট্রিজ১২% নগদ৩.৫৪ ৬.৮৬
ওরিজা অ্যাগ্রো১১% নগদ৩.৭৬ ৭.৯৬
আছিয়া সী ফুডস১০% নগদ২.৫৯ ২.২৪
বিডি পেইন্টস১০% নগদ৪.২৪ ৭.২০
মাস্টার ফিড১০% নগদ৪.১০ ৭.১৯
ইজেনারেশন১০% নগদ৪.৬৭ ১০.৭৩
ইন্ট্রাকো রিফুয়েলিং১০% নগদ৬.৮১ ১০.১২
আমান ফিড১০% নগদ৪.৮১ 
শেফার্ড ইন্ডাস্ট্রিজ১০% নগদ৭.৪৭ ১৮.১৮
মুন্নু সিরামিকস১০% নগদ১.৯৫ ৩.৮৯
আমান কটন১০% নগদ৫.০৮ ৭.৬৬
এস্কয়ার নিট১০% নগদ৭.১৫ ৩১.৮৪
পাওয়ার গ্রীড১০% নগদ১৭.৮২ ১২২.৫৯
এসোসিয়েট অক্সিজেন১০% নগদ৭.৬১ ১৮.৩৩
মামুন অ্যাগ্রো১০% নগদ৩.৫০ ৫.৩৩
মোস্তফা মেটাল৭% নগদ২.৩৫ ৫.০৩
দেশবন্ধু পলিমার৫% নগদ২.০৪ ২.৮৮
লিবরা ইনফিউশন৫% নগদ০.০৫ (১.১৭)
হামিদ ফেব্রিকস৫% নগদ২.২১ ৬.১০
বেঙ্গল উইন্ডসোর৫% নগদ২.১৪ ৪.৭৬
সিলকো ফার্মা৫% নগদ৩.১৮ ৮.৪১
রহিমা ফুড৫% নগদ০.৫৫ ০.৫৮
কপারটেক ইন্ডাস্ট্রিজ৪% নগদ১.৭৬ ১১.২১
এসকে ট্রিমস৪% নগদ২.৩৩ ৭.৬২
বিডি অটোকারস৪% নগদ০.১২ ০.২১
সিলভা ফার্মা৩% নগদ (১.৫% আইসিবি)২.৪২ ১০.২৩
বিডি থাই ফুড৩% নগদ১.২৪ ১.৭৯
জিকিউ বলপেন২.৫% নগদ০.১৩ (২.৩৪)
গোল্ডেন হার্ভেস্ট২% নগদ৩.০০ (১০.১৪)
স্টাইলক্রাফট২% নগদ০.১৭ (৭.১০)
গ্লোবাল হেভী কেমিক্যাল২% নগদ০.৪৫ (১১.৩০)
এডভেন্ট ফার্মা২% নগদ১.৩০ ১.০৫
আলিফ ম্যানুফ্যাকচারিং২% নগদ৩.৬২ ১৫.৩৪
ডমিনেজ স্টিল২% নগদ১.৪৩ ৫.৬৪
ফু-ওয়াং সিরামিকস২% নগদ১.৯১ ৩.১৩
বীচ হ্যাচারি১.৫০% নগদ০.৪০ ০.৯১
মুন্নু ফেব্রিক্স১% নগদ০.৬৮ ১.৩৮
প্যাসিফিক ডেনিমস১% নগদ১.২৮ ৩.৪৮
ন্যাশনাল ফিড মিল১% নগদ০.৬৫ ০.৭৫
হাক্কানি পাল্প১% নগদ০.১০ (২.৪৭)
এএফসি অ্যাগ্রো০.৫০% নগদ০.৪০ ২.৫৩
একটিভ ফাইন কেমিক্যাল০.২৫% নগদ০.৫৩ ২.৬৪
ডরিন পাওয়ার১৮% নগদ ও ১২% বোনাস৯.৭২১৯৪০৫৫৯৭১৬৬.৭৩
আফতাব অটো৫% নগদ ও ৫% বোনাস৩.৫২৫০২৫৯৫২০.১০
নাভানা সিএনজি৫% নগদ ও ৫% বোনাস২.০৭৩৫৯৭৭৫১১.১৫
জেমিনি সী ফুডস১০% নগদ ও ৩০% বোনাস০.৩১১৪০৮৮৯৪৫.৮৭
জেনেক্স ইনফোসিস১১% নগদ ও ২% বোনাস৮.৫৩২২৭০৯২৮৩৮.১৫
মোট ১৫৫.৫৮ কোটি টাকা৩১৭০৯১২২টি৫৫০.৮৮ কোটি টাকা

এদিকে ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় সাধারন শেয়ারহোল্ডারদের থেকে কম হারে নগদ লভ্যাংশ নেবে। তারা সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করলেও নিজেরা নেবে ১৫০% হারে।

কোম্পানির নামলভ্যাংশের হারনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়)নিট মুনাফা (কোটি টাকা)
ওয়ালটন হাই-টেক২৫০% নগদ (উ/প ১৫০%)৪৫৭.৩২১২১৬.৫৬

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ