স্পেনে এক্সচেঞ্জ হাউজ খোলার অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক লিমিটেড। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যমুনা ব্যাংককে এই এক্সচেঞ্জ হাউজ খোলার অনুমতি দিয়েছে।
যমুনা ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র মতে, ওই এক্সচেঞ্জহাউজের নাম হবে “যমুনা মানি ট্রান্সফার এসএল স্পেন”। আর এর পরিশোধিত মূলধন হবে এক লাখ ২৫ হাজার ইউরো, বর্তমান বিনিময় হারে যার পরিমাণ প্রায় এক কোটি ৩৩ লাখ টাকা। এই কোম্পানির শতভাগ মালিক হবে যমুনা ব্যাংক লিমিটেড।
ব্যাংক সূত্রে জানা যায়, এই এক্সচেঞ্জহাউজ খোলার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্পেন থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনার সুযোগ বাড়ানো।