শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে কৃত্রিম মুনাফার জন্য গত ২ বছরে কয়েক দফায় কারসাজি করা হয়েছে। এই দফায় দফায় কারসাজি করা হলেও এখনো এই কোম্পানির ইস্যুতে কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। যে কারসাজিকাররা এই কোম্পানিটির শেয়ারকে আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে নিয়ে গেছে। যা একই খাতের দ্বিগুণ মুনাফা করা কোম্পানির থেকেও বেশিতে নেওয়া হয়েছে।
গত ২ বছরে আইপিডিসির শেয়ারে কয়েক দফায় কারসাজি করা হয়েছে। এর মাধ্যমে ২ বছরে আগের ৩০.৫০ টাকার শেয়ারটি ৬৩.৭০ টাকায় উঠে এসেছে। অথচ আইপিডিসির চেয়ে অনেক ভালো ব্যবসা করা কোম্পানির শেয়ার দর এর নিচে রয়েছে।
এই আইপিডিসির শেয়ারে কারসাজিকারদেরকে এখনো আইনের আওতায় না আনার কারনে, তারা দফায় দফায় খেলাধুলা করে যাচ্ছে। যে শেয়ারটিতে সাধারন বিনিয়োগকারীদেরকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে কারসাজিকাররা। যারা শেয়ারটি থেকে মুনাফা নিয়ে যেকোন সময় কেটে পড়তে পারে। ফলে আটকে যাবে সাধারন বিনিয়োগকারীরা।