লেনদেনে গতি বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। মঙ্গলবার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন লেনদেন হয় ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা। দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন এই পর্যন্ত ১৫ বার ২ হাজার ৮০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। তবে এদিন সূচকের সামান্য পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সর্বপ্রথম ২০১০ সালের ৭ অক্টোবরে ডিএসইতে ২ হাজার ৮১০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়। একই মাসের ২৬ তারিখেও লেনদেন হয় ২ হাজার ৮৩৬ কোটি ৮৫ লাখ টাকা। ২০১০ সালের ২৮ অক্টোবর লেনদেন হয় ২ হাজার ৯৪৬ কোটি ৩৭ লাখ টাকা। একই মাসের ৩১ তারিখে ডিএসইতে লেনদেন হয় ৩ হাজার ২৮৯ কোটি টাকা।
ডিএইতে ২০১০ সালের ২১ নভেম্বরে লেনদেন হয় ২ হাজার ৮২৪ কোটি ৭৪ লাখ টাকার। এরপর নভেম্বরের ২৫ তারিখে লেনদেন হয় ২ হাজার ৮৭০ কোটি ২৬ লাখ টাকার।
এছাড়া ২০১০ সালে ২ ডিসেম্বরে ডিএসইতে লেনদেন হয় ৩ হাজার ১৭৯ কোটি ৬৯ লাখ টাকা। একই মাসের ৫ তারিখে লেনদেন হয় ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকা।
এরপরে ২০২১ সালের ৯ আগস্ট ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার। এর পরেরদিন ১০ আগস্ট লেনদেন হয়২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকা। ডিএসইতে একই বছরের ১৬ আগস্টে লেনদেন হয়২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২১ সালের ৫ সেপ্টেম্বর লেনদেন হয় ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার। পরেরদিন অর্থাৎ ৬ সেপ্টম্বর লেনদেন হয় ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার। ডিএসইতে একই বছরের ৭ সেপ্টেম্বর লেনদেন হয় ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৮৪২ কোটি ৪৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬৬ পয়েন্ট বেড়েছে । এদিন সিএসইতে ৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।