ডলার নিয়ে কারসাজি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি সহ ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এ নোটিস দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।
যেসব ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, ডলার নিয়ে কারসাজি করে অতিরিক্ত মুনাফার করার অভিযোগে ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বুধবার কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য ব্যাংকও পরিদর্শন করবে কেন্দ্রীয় ব্যাংকের টিম। যদি কারও বিরুদ্ধে অনিয়ম পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সব ব্যাংককে জানিয়ে দেওয়া হয়েছে, ডলার বিক্রিতে অতিরিক্ত মুনাফা করে তা আয় খাতে দেখানো যাবে না।