1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
তিন ব্রোকারেজ হাউজের পাওনাদারদের অর্থ প্রদান শুরু
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

তিন ব্রোকারেজ হাউজের পাওনাদারদের অর্থ প্রদান শুরু

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশেনা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য তিন ব্রোকারেজ হাউজের পাওনাদারদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রাপ্য অর্থ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

ব্রোকারেজ হাউজ তিনটি হলো : ক্রেষ্ট সিকিউরিটিজ লিমিটেড, বাংকো সিকিউরিটিজ লিমিটেড এবং তামহা সিকিউরিটিজ লিমিটেড।

এই তিন ব্রোকারেজ হাউজের যে সব বিনিয়োগকারী চলতি বছরের ১৫ মে’র মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন তাদের নিজ নিজ বিও হিসাবে উল্লেখিত ব্যাংক হিসাবের মাধ্যমে আনুপাতিক হারে প্রাপ্য অর্থ (যাচাই বাছাই পূর্বক) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে৷

এরই অংশ হিসেবে গত ২৯ জুন হতে বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ৪৩১ বিনিয়োগকারীকে ৪ কোটি ৭৬ লাখ টাকা প্রদান করা হয়েছে৷

ডিএসই আশা করছে যথাসম্ভব দ্রুতগতিতে বিইএফটিএ ‘র মাধ্যমে বাকী অর্থ প্রদান করা হবে।

ডিএসই জানিয়েছে, ডিএসই সকল পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্রোকারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করছে৷ আর এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়েও সতর্ক রয়েছে৷

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ