1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ক্রেতা শূন্য ১৮ কোম্পানির শেয়ার
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

ক্রেতা শূন্য ১৮ কোম্পানির শেয়ার

  • পোস্ট হয়েছে : সোমবার, ২০ জুন, ২০২২
no buyer

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ হারিয়েছে বিনিয়োগকারীরা। সোমবার (২০ জুন) লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে এই ১৮ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা পাওয়া যাচ্ছিল না।

পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৫০.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫০.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪৯.২০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

দুলামিয়া কটনের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৭০.৩০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৭৩ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৬৮.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৪০.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪০.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩৯.৪০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৩০.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২৯.৬০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

এএফসি এগ্রোর শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ২৫.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২৫.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২৪.৭০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ১৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৫০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১০২.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৬০.৮০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৬০.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫৯.৬০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৮৬.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৮৬.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৮৪.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৫৬.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৫৬.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৫৫.১০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৩০.৭০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩০.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩০.১০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

এপেক্স ট্যানারির শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ১৫৯.১০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১৫৬.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১৫৬ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৪৬.৫০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪৫.৬০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

নর্দার্ণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৪৬.৭০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪৫.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৪৭.১০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৪৭.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৪৬.২০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৯৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৯৩.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৯২.৯০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

প্রাইম ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ১১.৪০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ১১.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ১১.২০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ৩১.৭০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ৩১.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ৩১.১০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

হামিদ ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ২১.২০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২০.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ