1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আইসিবির ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

আইসিবির ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

  • পোস্ট হয়েছে : রবিবার, ২০ মার্চ, ২০২২
Sell products online at internet webshop, web shop selling second hand

শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের করপোরেট উদ্যোক্তা পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বিডিবিএল আইসিবির ১৫ লাখ শেয়ার বেচবে। বিডিবিএলের কাছে আইসিবির মোট ২০ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ৪৯২ শেয়ার আছে। এই করপোরেট প্রতিষ্ঠান আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচবে।

আইসিবি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮০৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৮০ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৫২৭ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৬৯ দশমিক ৮০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এক দশমিক ৭৮, সরকারি ২৭ শতাংশ এবং এক দশমিক ৪২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

এদিকে আইসিবির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৪৩ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৯৮ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ