ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ) ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১১০ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকার। কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, ইবনেসিনা ফার্মা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, রেনাটা লিমিটেড, প্রাইম ইন্সুরেন্স, সোনালী পেপার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং রূপালী লাইফ ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজের ২৩ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকার, ইবনেসিনা ফার্মার ১৩ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ১৩ কোটি ১২ লাখ ৯৫ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ১৩ কোটি ৪০ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ১১ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকার, সোনালী পেপারের ১০ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৯ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৮ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকার এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৮০ লাখ টাকার।