1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
২ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

২ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি

  • পোস্ট হয়েছে : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং ও অ্যাপেক্স ফুডস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস ২২ ফেব্রুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, অ্যাপেক্স স্পিনিংয়ের ডিএসইতে গত ১৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩২ টাকা ১০ পয়সা। ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১৭৮ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

একই সময় অ্যাপেক্স ফুডসের শেয়ার দর ১৭৩ টাকা ৩০ পয়সা থেকে ২২৫ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ