1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা হারিয়েছে ছয় হাজার কোটি টাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা হারিয়েছে ছয় হাজার কোটি টাকা

  • পোস্ট হয়েছে : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
top 10 loser

আগের সপ্তাহে চার হাজার কোটি টাকা ফিরলেও বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ ডিসেম্বর) বিনিয়োগকারীরা ছয় হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৩৯০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৫৮১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা পাঁচ হাজার ৫৯৯ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৮০৯ টাকা হারিয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৭৩৩ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৮১৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৩০৯ কোটি ১ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ৫৭৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকা বা ৩০ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬.৫৭ পয়েন্ট বা ১.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৬৮.১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.১৬ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৫.৭৩ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.৪৬ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৬.৪৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৫টির বা ১৯.৭৩ শতাংশের, কমেছে ২৯৭টির বা ৭৮.১৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮টির বা ২.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৭৫৯ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৪৩১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৯৭ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৬৭২ টাকা বা ৪২শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৭.০৯ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৫.০৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৩০.০৬ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৫২.৪১ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৪.২২ পয়েন্ট বা ২.২২ শতাংশ এবং সিএসআই ১৩.৯৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৬৪.৫৫ পয়েন্টে, ১৪ হাজার ৮২.৩২ পয়েন্টে, এক হাজার ৫১০.৩০ পয়েন্টে এবং এক হাজার ২৫৮.৩৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ২৩.১৭ শতাংশের দর বেড়েছে, ২৪১টির বা ৭৩.৪৮ শতাংশের কমেছে এবং ১১টির বা ৩.৩৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ