শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ লেনদেনে শুরু হওয়ার আগেই ‘নো’ ডিভিডেন্ড দিয়ে শেয়ারহোল্ডারদের সঙ্গে যেমন প্রতারণা করেছেন, একইভাবে কর্মীদের সঙ্গেও করেছেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ি, ২০০৬ সাল থেকে নিট আয়ের ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়। তবে কোম্পানিটির প্রসপেক্টাসের ৭৯ পৃষ্টা অনুযায়ি, ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত এই ফান্ড গঠন করেনি। এর মাধ্যমে আগের বছরগুলোতে আইন ভঙ্গের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। একইসঙ্গে অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে।