1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : woishi : woishi
বড় পতন শেয়ারবাজারে
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

বড় পতন শেয়ারবাজারে

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
dse-both

আগের কার্যদিবস উত্থান হলেও রবিবার (১৪ নভেম্বর) আজ সপ্তাহের প্রথম কার্যদিব বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৮৫ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯৩০.০৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২.৬০ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৪.৯৭ বা ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৪.৯৭ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৫.৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯৪ কোটি ৮৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫০৫ কোটি ৮২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৭৩টির বা ৭৩.১৯ শতাংশের এবং ৩২টির বা ৮.৫৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৪৩ পয়েন্ট বা ১.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২৭৮.৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৭১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ১৯৯টির আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ