আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৩৪.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে গ্লোবাল ইন্স্যুরেন্সের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই তথ্যমতে, বৃহস্পতিবার গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকায়। আজ রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৮ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গ্লোবাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিকে আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইন্স্যুরেন্সের ১০ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৭ শতাংশ বেড়েছে।