পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) সৌর বিদ্যুতে মূলধনী বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।।
বুধবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, কোম্পানিটি ১১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সাভারে অবস্থিত কোম্পানির কারখানার ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করবে। এখান থেকে দেড় মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সৌর বিদ্যুত ব্যবহারে প্রতি বছর কোম্পানিটির ৫ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হবে। পরবর্তী ২০ বছর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে এই সৌর বিদ্যুৎ সিস্টেমের কারণে কারখানাটি থেকে বছরে ৯৪৪ টন কার্বন নিঃসরণ কমবে।
কোম্পানির নগদ অর্থ প্রবাহের ভিত্তিতে নিজস্ব তহবিল ও ব্যংক অর্থায়নের মাধ্যমে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যয় নির্বাহ করা হবে।