অস্বাভাবিকভাবে শেয়ারদর বাড়ার কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রহিম টেক্সটাইলের শেয়ার দাম ছিল ১২৫ টাকা ২০ পয়সায়। যা ২৪ সেপ্টেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ১৬০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ টাকা ৪০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।