দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক কার্যক্রম নীরিক্ষা করা ও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সংস্থার পরিচালক মো.আবুল কালামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিএসইসি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশের একটি কপি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভুঁইয়া।
এবিষয়ে বিএসইসির মুখপাত্র রেজাউল করিম অর্থসূচককে বলেন, স্টক এক্সচেঞ্জের রুলস ও রেগুলেশন মেনে সব কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে কমিটি। অর্থাৎ ডিএসইর কম্প্লায়েন্সের বিষয়টি দেখা হবে।
এদিকে কমিটির নিরীক্ষা কার্যক্রমে সহায়তা ও সুবিধা প্রদানের জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি। নির্দেশনা অনুসারে, কমিটি যেসব তথ্য চাইবে, ডিএসই কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে তা সরবরাহ করতে হবে।
কমিটিকে কমিশনে প্রতিবেদন দাখিল করার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।