পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক আজ মঙ্গলবার (১৯ মার্চ) থেকে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারের উপর থেকে ফ্লোর উঠে যাচ্ছে ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে রবি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল সোমবার (১৮ মার্চ) কোম্পানিটির রেকর্ড তারিখ ছিলো। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস আজ মঙ্গলবার (১৯ মার্চ)। বিএসইসির নির্দেশনা মোতাবেক এদিন থেকে কোম্পানিটির শেয়ারে আর ফ্লোরপ্রাইস বহাল থাকবে না।
পুঁজিবাজারের দরপতন ঠেকাতে ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।