1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ

  • পোস্ট হয়েছে : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের এন ক্যাটেগরির কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৯ দশমিক ৯২ শতাংশ বা তিন টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৮ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৪৫ হাজার ৪৫৫টি শেয়ার মোট ৫৭৫ বার হাতবদল হয়, যার বাজারদর ১৭ লাখ ৬০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৫৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ১ দশমিক ২৫ শতাংশ বা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে এক কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৫৭০টি শেয়ার মোট ৫ হাজার ২৬৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২৭ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৫ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১০ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৫২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৯ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৯ দশমিক ৭১ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৭২ লাখ ৩ হাজার ৩২০টি শেয়ার মোট ২ হাজার ৪২৩ বার হাতবদল হয়, যার বাজারদর ১৩ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৭ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৯ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৫ টাকা ও সর্বোচ্চ ১৯ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

গোল্ডেন সন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৪৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৫ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২৫ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২২ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। আরামিট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৫৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। বিডি থাই ফুড অ্যান্ড রেভারেজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ