1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
এমকে ফুটওয়্যারের বন্ড অনুমোদন
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

এমকে ফুটওয়্যারের বন্ড অনুমোদন

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির ৫৫ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (০৭ মার্চ) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির কুপন রেট বাংলাদেশ ব্যাংকের সুদহার নির্ণয়ের স্মার্ট পদ্ধতির সাথে আরও ২ শতাংশ মার্জিন রেট যোগ করে নির্ধারন করা হবে। যার কুপন রেঞ্জ হবে ৯ থেকে ১১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এমকে ফুটওয়্যারের ক্রেতার সম্মতি এবং কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহার করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ