শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ গ্রুপের ৮ কোম্পানির বিনিয়োগকারীরা সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ মুনাফায় রয়েছেন। কোম্পানিগুলো হলো-ফাইন ফুডস, সেন্ট্রাল ফার্মা, আনলিমা ইয়ার্ন, মুন্নু ফেব্রিক্স, বিবিএস কেবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, অলিম্পিক অ্যাক্সেসরিজ ও ফু-ওয়াং সিরামিক। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব শেয়ারে বড় বিনিয়োগকারীরাই মুনাফা গুণছেন। কারণ ছোট বিনিয়োগকারীরা যেসব দামে শেয়ারগুলো কিনেছেন, তাদের বেশিরভাগ এখনো লোকসানেই রয়েছেন। শেয়ারগুলোর দাম যখন কমে গিয়েছিল, তখন তারা হয়তো এভারেজও করতে পারেননি। সেই সুযোগ নিয়েছেন বড় বিনিয়োগকারীরা। এখন শেয়ারগুলোর দাম বাড়াতে বড় বিনিয়োগকারীরাই বেশি সুবিধা নিচ্ছেন।
তবে ফাইন ফুডস, মুন্নু ফেব্রিক্স, সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিক ও আনিলিমা ইয়ার্নের শেয়ারে প্রায় সবাই মুনাফার মুখ দেখছেন। কারণ কোম্পানিগুলোর শেয়ার সাম্প্রতিককালের মধ্যে বর্তমানে সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে।
কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে ফাইন ফুডসের শেয়ারদর বেড়েছে ২৫.১৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২৪.৭২ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১৪.৩৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১১.৫৪ শতাংশ, বিবিএস কেবলসের ১০.৪১ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৯.৫৯ শতাংশ, অলিম্পিক অ্যাক্সেসরিজের ৯.০৪ শতাংশ এবং ফু-ওয়াং সিরামিকের ৯.০২ শতাংশ।