বিদায়ী সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে লেনদেনে অংশ নিয়েছে ৪০৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১২১টির দর বেড়েছে, ২৪৭টির দর কমেছে, ৩০টির দর অপরিবর্তিত ছিল এবং ১১টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২.৯২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিকসের ১৯.৬৭ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ১৮.৪৫ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১৭.০৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৬.৮৮ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ১৪.৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৪.৪২ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ১২.৯৪ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১১.৪৫ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ১১.২৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।