1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দরপতনের শীর্ষে খুলনা প্রিন্টিং
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

দরপতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

  • পোস্ট হয়েছে : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৫৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৭ পয়সা বা ৮ দশমিক ৯৫ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ২৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রেনেটা লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, তিতাস গ্যাস ট্রান্সমিশন, তুং হাই নিটিং, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ