1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
যে শেয়ারের দর ৫ কার্যদিবসে বাড়লো ৫৭ টাকা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

যে শেয়ারের দর ৫ কার্যদিবসে বাড়লো ৫৭ টাকা

  • পোস্ট হয়েছে : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৯ থেকে ১৩ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি প্রায় ৫৭ টাকা বেড়েছে। কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৭৯.৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৩৩৬.৫০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৫৬.৯০ টাকা বা ২০.৩৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১১.৫১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৬৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১০.০৬ শতাংশ, রংপুর ডেইরি এন্ড ফুডের ৮.৮২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৮.৬৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৮.৪৭ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭.৩৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৭.২৪ শতাংশ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬.৭৮ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ