সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৬.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিলবাংলা সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭১.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৫৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৮.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিলবাংলা সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৭.৪০ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৬.৫২ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৫.৫৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৪.৮৭ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৭৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.৭২ শতাংশ এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.৩৪ শতাংশ কমেছে।