দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৫ দশমিক ২৪ গুন বেশি হয়েছে। এই সময় বহুগুনে বাড়ে শেয়ার বিক্রয়ের চাপ। এই চাপের কারনে বেড়েছে লেনদেন পরিমাণও। সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কমেছে লেনদেনও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৩ দশমিক ৫৭ গুন বেশি হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৩ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৫ দশমিক ১৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৩ দশমিক ৭২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি এবং কমেছে ১১০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৫টির। এদিন ডিএসইতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৫০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪০ কোটি ৪৯ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ৩০ কোটি ৫৭ লাখ টাকা, এডিএন টেলিকম ২৮ কোটি ২৪ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ২১ কোটি ৭২ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২০ কোটি ৯১ লাখ টাকা, সী পার্ল বিচ ২০ কোটি ৩৬ লাখ টাকা, বিডি কম ১৩ কোটি ৯০ লাক টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে ৬ কোটি ৪২ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪টি, কমেছে ৫০টি এবং পরিবর্তন হয়নি ১০৬টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯ দশমিক ৫১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ২৬ পয়েন্ট সিএসআই দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২১ দশমিক ৪৩ পয়েন্টে, ১০ হাজার ৯৯৯ দশমিক ৭৬ পয়েন্টে এবং ১ হাজার ১৫৫ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩৩ দশমিক ১৮ পয়েন্টে।
এদিন সিএসইতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন প্রিমিয়ার ব্যাংক ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর ৪৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩৯ লাক টাকা, এওএল ৩৬ লাখ টাকা, অলিম্পিক ৩৫ লাখ টাকা, বেঙ্গল ইউন্ডসর ২৭ লাখ টাকা, আরডি ফুড ২৪ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ২৩ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২১ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।