সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেনে হয়েছে। এসব কোম্পানির সর্বমোট ৯৩ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৫ মার্চ) ব্লকে সি পার্ল রিসোর্টের সর্বোচ্চ ৫৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেদেনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৯ হাজার টাকার। আর ৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
এছাড়া, ব্লকে লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, ব্যাংক এশিয়া, সোনারী পেপার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।