1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ঋণের প্রভিশনিং কমলো ১ শতাংশ
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

ঋণের প্রভিশনিং কমলো ১ শতাংশ

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
dse-cse-1

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের দেওয়া ব্যাংক ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগের পরিচালক মাকসুদা বেগম চিঠিতে সই করেন।

বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ ব্যাংক ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের ঋণের জন্য ২ শতাংশ প্রভিশন রাখার নির্দেশ দেওয়া হয়। নতুন নিদর্শনা অনুযায়ী, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারদের ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে ১ শতাংশ প্রভিশন সাধারণ সংরক্ষণ করতে হবে। নতুন এই সুদহার আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হবে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ