সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০১টির বা ২৮.৮৬ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস মেট্রো স্পিনিংএর শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬৭.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫২.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫.৫০ টাকা বা ৪.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২.৩৫ শতাংশ, বাটা সু-য়ের ১.৫৪ শতাংশ, জেমিনি সি ফুডের ১.১০ শতাংশ, মালেক স্পিনিং মিলসের ১.০৩ শতাংশ, প্রাইম ব্যাংকের ১.০৩ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ১.০০ শতাংশ, হামিদ ফেব্রিক্স ১.০০ শতাংশ, এপেক্স ফুডসের ০.৯৯ শতাংশ ও জুট স্পিনার্সের ০.৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার
বিজনেস আওয়ার ডেস্ক:সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাথে এক বৈঠক শেষে তিনি একথা জানান।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় স্পিকারের সাথে বৈঠক করতে সংসদে যান প্রধান নির্বাচন কমিশনার। পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে সিইসি বলেন, বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
ফলে, বুধবার সকাল ১১টায় কমিশন সভার আহ্বান করা হয়েছে। সেখানে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শূন্য হওয়া ছয়টি আসন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাধা হবে না।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে অনুযায়ী তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে।
বিজনেস আওয়ার/২৪ জানুয়ারি, ২০২৩/এস এম