1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে, বিনিয়োগকারীরা পেল ২১শ কোটি টাকা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে, বিনিয়োগকারীরা পেল ২১শ কোটি টাকা

  • পোস্ট হয়েছে : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
dse-cse-top

ইকনোমিক বিডি প্রতিবেদক : শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে লেনদেন কম হওয়া নিয়ে হতাশা বিরাজ করছে। এই লেনদেন কম হওয়ার কারনে বাজার নিয়েই বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারন বাজার মন্দার ক্ষেত্রেও লেনদেন বেশি হলে, যেকোন সময় ঘুরে তা দাঁড়ানোর আশা থাকে। যেটা অনেকদিন ছিল না। তবে গত দুই সপ্তাহ ধরে দেশের শেয়ারবাজারে লেনদেনে বড় উন্নতি হচ্ছে। যার ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৮২%। যার উপর ভিত্তি করে বিনিয়োগকারীরা ফিরে পেয়েছে ২ হাজার ১৪৯ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ টাকার বা প্রতি কার্যদিবসে গড়ে ৭৭০ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ১২১ কোটি ৪১ লাখ টাকার বা গড় ৪২৪ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৭২৯ কোটি ১১ লাখ টাকার বা ৮২% বেড়েছে। এর আগের সপ্তাহে ৯৮৮ কোটি ৪৪ লাখ টাকা বা ৮৭% বেড়েছিল।

শেয়ারবাজারে লেনদেনের ন্যায় মূল্যসূচকেও উন্নতি হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৮ পয়েন্টে এবং ২২০৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি ৩ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ১৪৯ কোটি ৩০ লাখ টাকা বেড়েছে।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টির বা ২৯.৩১ শতাংশের, কমেছে ৬৮টির বা ১৭.৪৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০৭টির বা ৫৩.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৫৫ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৪৭ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৪৯ লাখ টাকার বা ১২২ শতাংশ।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির দর বেড়েছে, ৫৪টির দর কমেছে এবং ১৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ইকনোমিক বিডি/এ এইচ

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ