দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮ থেকে ১২ জানুয়ারি) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকাচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৩.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা বা ২৯.০৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপারের ১৬.২৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১২.৯৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২.৭৯ শতাংশ, নাভানা ফার্মার ১২.১৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১১.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১০.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৭৯ শতাংশ ও আমরা নেটওয়ার্কসের ৯.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ইকনোমিক বিডি/১৪ জানুয়ারি, ২০২৩/এ এইচ