দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য সমাপ্ত সপ্তাহে (০৮-১২ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৩৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ১৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩১ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ৮০ হাজার ৪৩টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৮৭ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির৮০ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৬৫ কোটি ৫৫ লাখ ১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬৪ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬০ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।