সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৬টির বা ১০.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২১.৩০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৩৩.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২.১০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৯.৭৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.২২ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৬ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮২ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ, সী পার্লের ৪.৬৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৭ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়র দর ৩.০২ শতাংশ বেড়েছে।