1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
নতুন বছরে প্রথমবার লেনদেন ছাড়াল ৩০০ কোটি
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

নতুন বছরে প্রথমবার লেনদেন ছাড়াল ৩০০ কোটি

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
dse-logo

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন লেনদেনের পরিমাণ ৩০০ কোটি ছাড়িয়েছে। যা নতুন বছরে প্রথমবার। এর আগে গত ২৯ ডিসেম্বর লেনদেন ৩০০ কোটি ছাড়িয়েছিলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩১৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের তুলনায় ২৬ কোটি ৯০ লাখ টাকা বেশী। গতকাল (বুধবার) ডিএসইতে ২৯১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ