1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানেও বেড়েছে লেনদেন
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানেও বেড়েছে লেনদেন

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
dse-cse-1

আগের কার্যদিবসের মতো মঙ্গলবারও (১৩ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে আগের কার্যদিবসের মতো আজও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৫ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭১.৪০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৪.৬৬ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২১২.৫৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৬১৬ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৭ কোটি ৫২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির বা ১২.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ৪৯টির বা ১৩.৮৮ শতাংশের এবং ২৫৯টির বা ৭৩.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯.১৪ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৭.৩৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৩০টির আর ১২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ