1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
এপিএসসিএল বন্ডের ট্রাস্টি কমিটির সভা ১২ ডিসেম্বর
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

এপিএসসিএল বন্ডের ট্রাস্টি কমিটির সভা ১২ ডিসেম্বর

  • পোস্ট হয়েছে : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল নন-কনভার্টিবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ট্রাস্টি কমিটির সভা চলতি বছরের ১২ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় বন্ডটির তৃতীয় বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকের (চলতি বছরের ৫ জুলাই থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত) জন্য মুনাফা-সংক্রান্ত কুপন রেট ঘোষণা করা হবে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

এর আগে ইউনিটহোল্ডারদের তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের (চলতি ২০২২ সালের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই) জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট হারে মুনাফা দিয়েছে বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আশুগঞ্জ পাওয়ারের সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য এপিএসসিএল বন্ডের আইপিও সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়। বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে আশুগঞ্জ পাওয়ার। আইপিও তহবিল সংগ্রহের মাধ্যমে ৪০০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র বিনিয়োগের পরিকল্পনা ছিল কোম্পানির। আশুগঞ্জ পাওয়ারের বন্ডটির মেয়াদ সাত বছর। এর বার্ষিক কুপন সুদহার হবে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহারের সঙ্গে ৪ শতাংশ মার্জিনযুক্ত।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ