1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পেপার প্রসেসিংয়ের শেয়ারদর বেড়েছে ১৫ শতাংশ
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

পেপার প্রসেসিংয়ের শেয়ারদর বেড়েছে ১৫ শতাংশ

  • পোস্ট হয়েছে : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর বেশির ভাগেরই দর অপরিবর্তিত রয়েছে। দর বেড়েছে মাত্র ৫৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে পেপার প্রসেসিংয়ের ২১ কোটি ৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ১৯ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৮৪ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৬ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ