1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
আগ্রহের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

আগ্রহের শীর্ষে অ্যাডভেন্ট ফার্মা

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ১৯.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৬.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অ্যাডভেন্ট ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.৮০ শতাংশ, বিকন ফার্মার ৫.২৫ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৫.১১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৯৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.৮০ শতাংশ, সী পার্লের ৪.৪৯ শতাংশ, ইজেনারেশনের ৪.৪৭ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৪.১৪ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ