1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
একটি সম্ভাবনার অপমৃত্যু
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

একটি সম্ভাবনার অপমৃত্যু

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আনতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাতারের পর জাপানের রোড শো বাতিল হয়ে গেছে। এতে করে কাতারের ন্যায় জাপান থেকেও বিদেশী বিনিয়োগ আনার একটি সমূহ সম্ভাবনা স্থবির হয়ে পড়ল।

নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশিদের বিনিয়োগ আনার জন্য গতবছর বিভিন্ন দেশে রোড শো শুরু করে। যা নিয়ে কমিশন খুবই আশাবাদি। যার আলোকে গত বছর সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের বড় শহরগুলোতে রোড শো করে বিএসইসি। এসব সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র বিদেশি ও প্রবাসীদের কাছে তুলে ধরা হয়।

এরই ধারাবাহিকতায় নভেম্বরের শেষ দিকে জাপানে এই রোড শো বা বিনিয়োগ সম্মেলনটি করার জন্য সময় নির্ধারন করা হয়েছিল। কিন্তু ওই দেশের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করায় তা করা হচ্ছে না। কারন তাদের রোড শোতে থাকার কথা ছিল।

এর আগে গত ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী কাতারের রাজধানী দোহাতে রোড শো আয়োজন করার কথা ছিলো। কিন্তু ডলার সংকটের বিষয়টি সামনে চলে আসার কারণে ওই রোড শো বাতিল করা হয়েছিল।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ