1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দর হারানোর শীর্ষে নাভানা ফার্মা
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

দর হারানোর শীর্ষে নাভানা ফার্মা

  • পোস্ট হয়েছে : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ২২.০৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১০১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯০.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০.১০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে নাভানা ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯৬ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৯৪ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৭০ শতাংশ, বিডিকমের ৯.৪৮ শতাংশ, কেডিএসের ৯.৩২ শতাংশ, সিনোবাংলার ৯.১০ শতাংশ, ওরিয়ন ফার্মার ৮.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.৭২ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৮২ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ