1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : woishi : woishi
বড় পতন শেয়ারবাজারে
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

বড় পতন শেয়ারবাজারে

  • পোস্ট হয়েছে : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

আগের দুই কার্যদিবস সামান্য উত্থান হলেও রবিবার (২০ নভেম্বর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৭৪ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৫.২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৩২ পয়েন্ট বা ১.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫০ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৮.৮৬ পয়েন্টে এবং দুই হাজার ১৮০.৪০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪২২ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৯ কোটি ২৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির বা ৬.৪৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ২২.০৮ শতাংশের এবং ২২০টির বা ৭১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.২৪ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৯.৭৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৫২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ৩৮টির আর ৯২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ