পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের গ্রিন-সুকুক আল ইসতিসনার ট্রাস্টি কমিটির সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে । আজ বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রথম বছরের দ্বিতীয়ার্ধের হিসাব পর্যালোচনা করা হবে। এছাড়া আলোচ্য সময়ে বিনিয়োগের বিপরীতে সুকুকধারীদের জন্য রিটার্ন ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম অর্ধবার্ষিকের জন্য সুকুকধারীদের ৫ দশমিক ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে করপোরেট বন্ডটি। সুকুকটির অভিহিত মূল্য ১০০ টাকার ওপর রিটার্ন নির্ধারণ করা হয়। টাকার অংকে মোট বিতরণকৃত রিটার্নের পরিমাণ ছিল ১৭৪ কোটি টাকা।
পাঁচ বছর মেয়াদি এ সুকুকটির রিটার্ন ছয় মাস অন্তর প্রদান করা হবে। এক্ষেত্রে রিটার্ন নির্ধারণ করা হবে ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মার্জিন যোগ করে। সুকুকে বিনিয়োগকারীদের বিনিয়োগের শতভাগ বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তরের সুযোগ রয়েছে।