1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ফের দর বাড়ার শীর্ষে রবি
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

ফের দর বাড়ার শীর্ষে রবি

  • পোস্ট হয়েছে : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
rOBI

আগের সপ্তাহের মত সদ্য সমাপ্ত সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫৯.৭৩ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪১১ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮২ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৬ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৩ কোটি ৯১ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা।

অ্যাক্টিভ ফাইন গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৯ দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৯০ লাখ ২৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, এসএস স্টিল, সাইফ পাওয়অরটেক ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ