1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ঝুঁকিতে সামিট পাওয়ারের ৬৮৩ কোটি টাকা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

ঝুঁকিতে সামিট পাওয়ারের ৬৮৩ কোটি টাকা

  • পোস্ট হয়েছে : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের ৬৮৩ কোটি টাকা ঝুঁকিতে রয়েছে। যে অর্থ বাংলাদেশ রুরাল ইলেকট্রফিকেশন বোর্ডের (বিআরইবি) কাছে পাওনা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি পরিশোধ না করায়, তা আদালতে গড়িয়েছে।

সামিট পাওয়ারের ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

আর্থিক হিসাবে সামিট পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, বিআরইবির কাছ থেকে ৬৮৩ কোটি টাকা আদায় করা যাবে। এ আদায়ের লক্ষ্যে এরইমধ্যে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সামিট পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এরমধ্যে ৩৬.৭৯ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। শনিবার (০৫ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪ টাকায়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ