1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
পতন শেয়ারবাজারে কমেছে লেনদেনও
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

পতন শেয়ারবাজারে কমেছে লেনদেনও

  • পোস্ট হয়েছে : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: আগের কার্যদিবস উত্থান হলেও সোমবার (০৩ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.২৩ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১৮.৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৪৬ বা ০.১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৬৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২২.০৮ পয়েন্টে এবং দুই হাজার ৩২৬.১৭ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির বা ১৯.৭৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩২.৬২ শতাংশের এবং ১৭৮টির বা ৪৭.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৯৪ পয়েন্ট বা ০.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২১২.২৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ৭১টির আর ১০০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ