1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
  3. [email protected] : muzahid : muzahid
  4. [email protected] : woishi : woishi
বিক্রেতা উধাও ৩ কোম্পানি
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

বিক্রেতা উধাও ৩ কোম্পানি

  • পোস্ট হয়েছে : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
Holted-600x337

কা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে তিন কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মতিন স্পিনিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও রবি আজিয়াটা লিমিটেড।

প্রাপ্ত তথ্যমতে, আজ বেলা ১২টা ৩১ মিনিট পর্যন্ত মতিন স্পিনিংয়ের স্ক্রিনে ২৫ হাজার ৭৭১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা।

এদিকে একই সময়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৮২ লাখ ৮৩ হাজার ২০৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা।

একই সময়ে রবির স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ