1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
ডরিন পাওয়ারের পর্ষদ সভা আজ
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

ডরিন পাওয়ারের পর্ষদ সভা আজ

  • পোস্ট হয়েছে : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেন অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে আলোচ্য হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডরিন পাওয়ারের সমন্বিত আয় হয়েছে ৮৪১ কোটি ১৭ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৬৫ কোটি ৫২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে আয় বেড়েছে ৩৭৫ কোটি ৬৫ লাখ টাকা বা ৮০ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সময়ে ডরিন পাওয়ারের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩৪ কোটি ৬ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৮৭ কোটি ৫১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৬ কোটি ৫৪ লাখ টাকা বা ৫৩ দশমিক ১৯ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫ টাকা ৩৮ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮ পয়সায়।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ