1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
দুই ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

দুই ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তারা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা প্রকৌশলী মো. মনসুরুজ্জামান তার কাছে থাকা ব্যাংকটির ২৩ লাখ ২০ হাজার শেয়ারের মধ্যে ৮ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশের উদ্যোক্তা প্রকৌশলী মোস্তফা আনোয়ার তার কাছে থাকা ব্যাংকটির ২ লাখ ২৬ হাজার ৩৩২টি শেয়ারের মধ্যে ২ লাখ ২৬ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক শূন্য ১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ২৯ পয়সা বা ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ।

১৯৮৫ সালে তালিকাভুক্ত হওয়া ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৯৬২ কোটি ৬৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫৫ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার। এছাড়া ১৫ দশমিক ৮৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২০ দশমিক ৫৯ শতাংশ বিদেশী ও বাকি ৮ দশমিক ৪৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮ পয়সা।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ