1. [email protected] : ইকোনোমিক বিডি প্রতিবেদক : ইকোনোমিক বিডি প্রতিবেদক
  2. [email protected] : ইকোনোমিক বিডি : ইকোনোমিক বিডি
প্রগতি লাইফের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

প্রগতি লাইফের স্টক লভ্যাংশে বিএসইসির সম্মতি

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ৬ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।

২০২১ হিসাব বছরের জন্য এর বাইরে ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। যা এরই মধ্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় চলতি বছরে ৩১ জুলাই অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়েছে কোম্পানিটি।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফের পরিচালনা পর্ষদ। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

শেয়ার দিয়ে সাথেই থাকুন..

এ বিভাগের অন্যান্য সংবাদ